প্রকাশিত: Tue, Jun 11, 2024 11:08 AM
আপডেট: Thu, Jul 10, 2025 11:38 PM

[১]পশুর হাট ঘিরে বাড়ছে জালনোট ও প্রতারকচক্র

ইমন হোসেন: [২] প্রতি বছরই কুরবানির পশুর হাটে গরু কিনতে এসে টাকাসহ সর্বস্ব হারানোর ঘটনা কম নয়। এই প্রতারক চক্রগুলো গরুর হাটগুলোকে টার্গেট করে মানুষের সর্বস্ব লুট করার পরিকল্পনা করে থাকে। এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মোট ২০টি স্থানে কুরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ডিএসসিসি এলাকায় বসবে ১১টি অস্থায়ী পশুর হাট এবং ডিএনসিসি এলাকায় বসবে ৯টি অস্থায়ী পশুর হাট। (সময়ের আলো ০৯-০৬-২০২৪)

[৩] গোয়েন্দা সূত্র থেকে জানা যায়, এক লাখ জাল নোট তৈরি করতে খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। পরবর্তীতে তারা পাইকারি বিক্রেতার কাছে এক লাখ টাকার নোট ১৫-২০ হাজার টাকায় বিক্রি করে। পরে খুচরা বিক্রেতারা মাঠপর্যায়ে সেই জাল নোট ছড়িয়ে দেয় বিভিন্ন এজেন্টের মাধ্যমে। (বার্তা ২৪ ডট কম ০৭-০৬-২০২৪)

[৪] কিছুদিন আগে জাল টাকা তৈরির কারখানা থেকে দেড় কোটি জাল নোট ও জাল নোট তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ বেশ কয়েক জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রশাসনের তথ্যমতে, গ্রেপ্তার করা হলেও তাদের ৮০ শতাংশই জামিনে মুক্তি পেয়ে পরবর্তী সময়ে আবারো নিয়োজিত হচ্ছে জাল নোটের ব্যবসায় । (সমকাল ০৮-০৬-২০২৪)

[৫] ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে জাল নোট প্রস্তুতকারী চক্র সক্রিয় হলেও পুলিশ এসব বিষয়ে সতর্ক রয়েছে। সাধারণ মানুষ যাতে জাল চক্রের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়টি মাথায় রেখে পুলিশ সতর্ক রয়েছে। এ ব্যাপারে পুলিশের সাইবার মনিটরিং টিম কাজ করছে। (খবরের কাগজ ০৮-০৬-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব